OpenTelemetry ডেমো ডকুমেন্টেশন
OpenTelemetry ডেমো ডকুমেন্টেশনে স্বাগতম, যেখানে ডেমো কীভাবে ইনস্টল ও চালাতে হয় এবং কিছু সিনারিও দেখানো হয়েছে, যার মাধ্যমে আপনি OpenTelemetry-কে অ্যাকশনে দেখতে পারবেন।
ডেমো চালানো
ডেমোটি ডিপ্লয় করে অ্যাকশনে দেখতে চান? এখান থেকে শুরু করুন।
ল্যাঙ্গুয়েজ ফিচার রেফারেন্স
কোনো নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রুমেন্টেশন কীভাবে কাজ করে জানতে চান? এখান থেকে শুরু করুন।
ল্যাঙ্গুয়েজ | স্বয়ংক্রিয় ইনস্ট্রুমেন্টেশন | ইনস্ট্রুমেন্টেশন লাইব্রেরি | ম্যানুয়াল ইনস্ট্রুমেন্টেশন |
---|---|---|---|
.NET | অ্যাকাউন্টিং সার্ভিস | কার্ট সার্ভিস | কার্ট সার্ভিস |
C++ | কারেন্সি সার্ভিস | ||
Go | চেকআউট সার্ভিস, প্রোডাক্ট ক্যাটালগ সার্ভিস | চেকআউট সার্ভিস, প্রোডাক্ট ক্যাটালগ সার্ভিস | |
Java | অ্যাড সার্ভিস | অ্যাড সার্ভিস | |
JavaScript | পেমেন্ট সার্ভিস | ||
TypeScript | ফ্রন্টএন্ড, রিঅ্যাক্ট নেটিভ অ্যাপ | ফ্রন্টএন্ড | |
Kotlin | ফ্রড ডিটেকশন সার্ভিস | ||
PHP | কোট সার্ভিস | কোট সার্ভিস | |
Python | রিকমেন্ডেশন সার্ভিস | রিকমেন্ডেশন সার্ভিস | |
Ruby | ইমেইল সার্ভিস | ইমেইল সার্ভিস | |
Rust | শিপিং সার্ভিস | শিপিং সার্ভিস |
সার্ভিস ডকুমেন্টেশন
প্রতিটি সার্ভিসে OpenTelemetry কীভাবে ডিপ্লয় করা হয়েছে, তার নির্দিষ্ট তথ্য এখানে পাওয়া যাবে:
- অ্যাকাউন্টিং সার্ভিস
- অ্যাড সার্ভিস
- কার্ট সার্ভিস
- চেকআউট সার্ভিস
- ইমেইল সার্ভিস
- ফ্রন্টএন্ড
- লোড জেনারেটর
- পেমেন্ট সার্ভিস
- প্রোডাক্ট ক্যাটালগ সার্ভিস
- কোট সার্ভিস
- রিকমেন্ডেশন সার্ভিস
- শিপিং সার্ভিস
- ইমেজ প্রোভাইডার সার্ভিস
- রিঅ্যাক্ট নেটিভ অ্যাপ
ফিচার ফ্ল্যাগ সিনারিও
OpenTelemetry দিয়ে কীভাবে সমস্যা সমাধান করবেন? এই ফিচার ফ্ল্যাগ এনাবল্ড সিনারিও আপনাকে কিছু pre-configured সমস্যা দেখাবে এবং কীভাবে OpenTelemetry ডেটা বিশ্লেষণ করে সমাধান করতে হয়, তা শেখাবে।
রেফারেন্স
প্রকল্পের রেফারেন্স ডকুমেন্টেশন, যেমন রিকয়ারমেন্ট ও ফিচার ম্যাট্রিক্স।
- আর্কিটেকচার
- ডেভেলপমেন্ট
- ফিচার ফ্ল্যাগ রেফারেন্স
- মেট্রিক ফিচার ম্যাট্রিক্স
- রিকয়ারমেন্ট
- স্ক্রিনশট
- সার্ভিসগুলো
- স্প্যান অ্যাট্রিবিউট রেফারেন্স
- টেস্ট
- ট্রেস ফিচার ম্যাট্রিক্স
Feedback
Was this page helpful?
Thank you. Your feedback is appreciated!
Please let us know how we can improve this page. Your feedback is appreciated!